সৌদি আরব থেকে মালামাল পাঠানো

আমাদের অনেক প্রবাসী ভাই ও বোনেরা দেশে তাদের আত্মীয় স্বজনদের জন্য বিভিন্ন  মালামাল বাংলাদেশের পাঠাতে চায়।অনেকেই কাজের সুবিধা মতো বছর পর বছর প্রবাসে থাকতে হয়।এর ফলে তারা তাদের পরিবার ও আত্মীয় স্বজনদের দরকারী বা প্রিয় জিনিস গুলো পাঠাতে চায়।বর্তমান বিভিন্ন মাধ্যমে আমরা এক দেশ থেকে অন্য দেশে মালামাল পাঠাতে পারি খুব সহজে।

🇸🇦সৌদি আরব থেকে  মালামাল পাঠানোর মাধ্যম

সৌদি আরব থেকে মালামাল পাঠানো বর্তমানে অনেক সহজ হয়েছে। কারন  উলেখ্যযোগ্য অনেক কোম্পানি মালামাল পরিবহন করার সুবিধা  দিয়ে  থাকে। এর মধ্যে অন্যতম হলো

  • FOX
  • DHL
  • FedEx
  • Parcel
  • UPS
  • আরামেক্স
  • বিন মিশাল ট্রাভেলস 

উপরোক্ত সবগুলো কোম্পানি  বিভিন্ন পণ্য বিভিন্ন দেশে পাঠিয়ে থাকে।এর মধ্যে জনপ্রিয় ৩টি কুরিয়ার  কম্পানি হলো: 

✴️Aramex :বাংলাদেশ এবং সৌদি আরবে খুব সহজে ব্যবসায়িক মালামাল ও ব্যক্তিত জিনিস  কুরিয়ার করা  যায়।

✴️ DHL: এই কম্পানিটি হলো আন্তর্জাতিক মান সম্যত।DHL এর মধ্যমে নিরাপদে ও খুব দ্রুত মালামাল পৌঁছে দেয়া হয়।

প্রবাসে থেকেই প্রিয়জনকে উন্নত মানের ও আরামদায়ক পাঞ্জাবী , জিন্সপ্যান্ট, টি শার্ট, পলো টি শার্ট উপহার দিন। Touch Attire আপনাকে দিচ্ছে সাশ্রয়ী মূল্যে গুনগত মানসম্পন্ন কাপড় কেনার নিশ্চয়তা।

✴️FedEx:এটি হলো সবচেয়ে  দ্রুতগামী নিরাপদ কুরিয়ার সার্ভিস।

✴️ বিন মিশাল ট্রাভেলস: সৌদি আরব প্রবাসী ভাই বোনদেরকে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দিয়ে বিন মিশাল ভাই দীর্ঘদিন যাবত উপকার করে আসছেন। বিন মিশাল ভাইয়ের নিজস্ব প্রতিষ্ঠান বিন মিশাল ট্রাভেলস। এই প্রতিষ্ঠান দ্রততম সময়ে আপনার ঈদ উপহার বা অন্যান্য জিনিসপত্র আপনার বাড়ি অব্দি পৌছিয়ে দেয়।

বিন মিশাল ট্রাভেলস

সৌদি আরব থেকে মালামাল পাঠানো

সেরা কয়েকটি টর্চ লাইট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

 

🇧🇩বাংলাদেশ থেকে সৌদি আরব মালামাল পাঠানোর মাধ্যম

শুধু যে বিদেশে থেকে মালামাল বাংলাদেশ পাঠাবেন তা কিন্তু না।আপনারা চাইলে অতি প্রয়জনীয় জিনিস গুলোও প্রবাসীদের জন্য পাঠাতে পারেন।এর মধ্যে  হতে পারে জরুরি ঔষধ, জামা-কাপড়, শুকনো খাবার ব্যবসায়িক দ্রব্য ইত্যাদি।বাংলাদেশ থেকে সৌদি আরব মালামাল পাঠানোর মাধ্যমগুলো নিচে দেওয়া হলো :

  • এস এ পরিবহন
  • সুন্দরবন কুরিয়ার সার্ভিস
  • জেপিএক্সপ্রেস
  • রেডেক্স এক্সপ্রেস
  • বেঙ্গল কার্গো

⚠️সতর্কতা:

  • মালামালের রিসিট ও তালিকা সংরক্ষণ করে রাখুন।ট্র্যাকিং নাম্বার সংগ্রহ করে রাখুন।
  • ভাঙন প্রবণ,সংবেদনশীল জিনিস প্রতাহার করুন।
  • ভালোভাবে প্যাকিং করুন।
  • নিষিদ্ধ পণ্য সম্পর্কে অবগত থাকতে হবে।এমন কিছু মালামাল আছে যেগুলো নিষিদ্ধ যা কুরিয়ার সার্ভিসে জেনে নিতে হবে।
  • বেশি রেটিং পাওয়া কুরিয়ার সার্ভিস  বেছে নিবেন।

পরিশেষে বলতে পারি 

সৌদি আরব থেকে মালামাল পাঠানো এখন সহজ হয়েছে। কারন বর্তমানে কুরিয়ার সার্ভিস দেশে এবং বিদেশে মালামাল দেওয়া ও নেওয়া খুব সহজলভ্য করে দিয়েছে।

 

 

 

 

Leave a Comment

error: Content is protected !!