প্রবাসীগন দেশে যাওয়ার সময় অন্যান্য জিনিসপত্রের সাথে কিছু কমন কসমেটিকস নিয়ে যান। আজকে এই কমন কসমেটিকস সম্পর্কে আলোকপাত করা হলো।
প্রবাসীদের জন্য কমন কসমেটিকস
প্রবাসীগন দেশে যাওয়ার সময় তাদের স্বজনদের জন্য মুভ ক্রিম, ভেসলিন হেয়ার টনিক,, এক্স মাথা ব্যাথার ক্রিম বা লোশন, ফেস ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার, মেকাপ বক্স ইত্যাদি নিয়ে যান।
Moov Cream
আঘাত জনিত ব্যাথা, মাথা ব্যাথার জন্য খুবই কার্যকরী এই ক্রিম। এই ক্রিম প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ব্যবহার উপযোগী। দ্রুত ব্যাথা উপশম করে।
Vaseline Hair Tonic
ভেসলিন হেয়ার অয়েল খুবই পরিচিত একটি হেয়ার অয়েল। প্রবাসীদের পছন্দের তালিকায় সর্বপ্রথম থাকবে এই হেয়ার অয়েল। To know more, click here.
Axe Headache Relief
দ্রুত মাথা ব্যাথা উপশম করে এই অয়েল। সাবধানতার সাথে কপালে ম্যাসাজ করতে হয়। চোখে লাগলে জ্বালাপোড়া করে।
Garnier Face Wash
মুখের ত্বক শরীরের অন্যান্য ত্বকের চেয়ে সেন্সিটিভ। তাই মুখের জন্য ফেস ওয়াশ ব্যাবহার করতে হয়।
Dove Shampoo
প্রবাসীদের কাছে আত্মীয় স্বজনদের প্রথম চাওয়া থাকে শ্যাম্পু।
Pantene Conditioner
প্রবাসীদের কাছে আত্মীয় স্বজনদের দ্বিতীয় পছন্দের হচ্ছে কন্ডিশনার।
Lux Soap
সকল বয়সের সবাইকে সাবান উপহার দেওয়া যায়।
নিজ দেশে যাওয়ার সময় কি ধরনের টর্চ লাইট নিয়ে যাবেন জানতে এখানে ক্লিক করুন।
Makeup Box for Girls
বাড়ির ছোট মেয়ে থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া বোনদের জন্য মেক আপ বক্স নিতেই হবে।
আপনার প্রবাস জীবন সুন্দর হোক। প্রবাস সংক্রান্ত যেকোন তথ্যের জন্য কমেন্ট করুন।