তাসির সেন্টারে ফিংগার

তাসির কি?

তাসির একটি আরবি শব্দ। তাসির শব্দের আভিধানিক অর্থ হচ্ছে চিহ্নিত। সৌদি আরবে ভ্রমন প্রত্যাশীদেরকে সৌদি আরব সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশে অবস্থিত তাসির সেন্টারে গিয়ে আঙুলের ছাপ বা ফিংগার দিতে হয়।

তাসির ফিংগার কি?

সৌদি আরবে কাজের উদ্দেশ্যে বা হজ্জ্ব বা ওমরাহ্ করার জন্য যেতে চাইলে নতুন নিয়ম অনুযায়ী ফিংগার দিতে হয়। সৌদি আরবে ভ্রমন প্রত্যাশীদেরকে সৌদি আরব সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশে অবস্থিত তাসির সেন্টারে গিয়ে আঙুলের ছাপ বা ফিংগার দিতে হয়।

তাসির সেন্টার কোথায়?

সৌদি আরব সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশে অবস্থিত তাসির সেন্টার রয়েছে ২ টি। একটি ঢাকায় যমুনা ফিউচার পার্কে, অন্যটি চট্রগাম আগ্রাবাদে।

তাসির সেন্টারে এপয়েন্টমেন্ট বুক করার নিয়ম।

তাসির

তাসির সেন্টারে আপনি যখন ইচ্ছা তখন গিয়ে ফিংগার দিতে পারবেন না। এজন্য আপনাকে আগে এপয়েন্টমেন্ট নিতে হবে। নিজে নিজে  এপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এই লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে এপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। সাধারনত আপনার এজেন্সি তাসির এপয়েন্টমেন্ট বুক করে দিবে।  এপয়েন্টমেন্ট যে তারিখে আপনাকে ঠিক সেই তারিখে উপস্থিত হতে হবে। এপয়েন্টমেন্ট লেটারে সময় উল্লেখ থাকবে। আপনার সময় যদি বিকাল ৩ টায় হয় আর আপনি সকাল ১০ টায় যান তাহলে আপনাকে ওয়েটিং রুমে বসে থাকতে হবে।কোন কারনে যদি আপনাকে সময়ের আগে চলে যেতে হয় দায়িত্বরত কর্মকর্তাদের জানাবেন। একবার এপয়েন্টমেন্ট মিস করলে আপনাকে পরবর্তী এপয়েন্টমেন্টের জন্য ১৫ দিন অপেক্ষা করতে হবে।

তাসির ফিংগার দিতে কি কি লাগে?

তাসির ফিংগার দিতে প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগে। যেমন:

১. মূল পাসপোর্ট।

২. মোফার কপি।

৩. তাসির এপয়েন্টমেন্ট লেটার।

তাসির ফিংগার ফি কত?

তাসির ফিংগার ফি ৬৬২ টাকা।

তাসির ফিংগার দেওয়ার নিয়ম।

তাসির সেন্টারে যাওয়ার পর তারা আপনার এপয়েন্টমেন্ট লেটার চেক করবে। আপনাকে সিরিয়াল অনুযায়ী বসাবে। আপনার সিরিয়াল অনুযায়ী আপনাকে ভিতরে ডাকবে। প্রথমে আপনার ছবি তুলবে। তারপর আপনার ১০ আঙুলের ছাপ নিবে। আঙুলের ছাপ নেওয়ার পর আপনাকে কিছু টোকেন দিবে। এই টোকেনগুলো আপনাকে অবশ্যই আপনার এজেন্সিতে জমা দিতে হবে। হারানোর ভয় থাকলে ছবি তুলে নিবেন। তারপর ক্যাশে আপনাকে ৬৬২ টাকা পরিশোধ করতে হবে। তারপর আপনার কাজ শেষ।

নতুন ভিসায় যদি আরবে যাওয়ার প্রক্রিয়া জানতে এই খানে ক্লিক করুন।

আঙ্গুলের সমস্যার কারনে তাসির ফিংগার না হলে করণীয় কি?

যাদের আঙুলের ছাপ আসেনা,  নানাবিদ কারনে আঙুলের ছাপ নষ্ট হয়ে গেছে তারা একজন ডাক্তার দেখিয়ে প্রত্যয়ন পত্র সংগ্রহ করে তাসির সেন্টারে জমা দিলে কাজ হয়ে যাবে।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনার প্রিয়জনকে পাঞ্জাবি উপহার দিন কোন ধরনের ডেলিভারি চার্জ ছাড়া। 

তাসির ফিংগার দেওয়ার পর ভ্রমনপ্রত্যাশীর করণীয় কি?

তাসির সেন্টারে ফিংগার দেওয়ার পর তাসির সেন্টার থেকে টোকেন দেওয়া হবে। এই টোকেন এজেন্সিতে জমা দিতে হবে।

তাসির সেন্টারে ফিংগার দেওয়ার পর ভিসা প্রসেসিং হতে কত দিন লাগে?

ফিংগার দেওয়ার পর ভিসা প্রসেসিং হতে কম বেশি ৩০ দিন লাগে। তবে সেটা এজেন্সির কাজের স্পিডের উপরও নির্ভর করে।

প্রবাস সংক্রান্ত যেকোন তথ্যের জন্য প্রবাসী হেল্প ডট কমের সাথে থাকুন। যেকোনো তথ্যের জন্য কমেন্ট করুন।

 

 

 

 

 

1 thought on “তাসির সেন্টারে ফিংগার”

  1. একবার তাসির সেন্টারে ফিঙ্গার দিলে মেয়াদ কত দিন থাকে?

    Reply

Leave a Comment

error: Content is protected !!