প্রয়োজনীয় পণ্য: প্রবাস থেকে দেশে যাওয়ার সময় কি কি নিয়ে যাবেন।

প্রবাস থেকে দেশে যাওয়ার সময় প্রবাসীরা লাগেজ কার্টুন ভরে অনেক প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে যান। এই পোস্টের মুল উদ্দেশ্য আপনাকে পরামর্শ দেওয়া যে আপনি এই প্রোডাক্ট নিতে পারেন। সম্পর্ক, বয়সের উপর ভিত্তি করে আপনাকে গাইড করা হয়েছে কোন প্রোডাক্ট নিলে আপনি যাকে দিবেন তিনি উপকৃত হবেন।

প্রবাসীদেরকে মালামাল নিয়ে যাওয়ার সময় অনেক ঝামেলা পোহাতে হয়।

১. সবার মন রক্ষা করে কেনাকাটা।

প্রবাসীকে সবার মন রক্ষা করে কেনাকাটা করতে হয়। মার জন্য বেশি কিনলে স্ত্রী নাখোশ, স্ত্রীর জন্য বেশি কিনলে বোন রাগ করে। প্রবাসী চেষ্টা করেন ব্যালেন্স করতে। কিন্তু যতই ব্যালেন্স করার চেষ্টা করুন সবাইকে হ্যাপি করা যায়না এটা চিরন্তন সত্য।

২. নির্দিষ্ট ওজনের বেশি নেওয়া যায়না।

আপনার কফিল বা কোম্পানি আপনাকে রিটার্ন টিকেট দিয়েছেন। যেখানে উল্লেখ করা আছে হাত ব্যাগ ও লাগেজসহ ৪০ কেজি নেওয়া যাবে। আপনি ইতিমধ্যে ৪৫ কেজির মত মালামাল কিনে ফেলেছেন। হয়তো আরো কিছু কেনাকাটার বাকী আছে। এমতাবস্থায় হয় এয়ারপোর্টে অতিরিক্ত চার্জ দিয়ে মালামাল নিয়ে যাবেন অথবা প্রবাসে মালামাল রেখে যাবেন। সবচেয়ে ভালো হয় আপনি কার জন্য কি নিয়ে যাবেন একটা লিস্ট করে নিবেন। সবার জন্য বেসিক কিছু জিনিসপত্র নেওয়ার চেষ্টা করবেন। লাগেজে জায়গা থাকলে প্রিয়জনদের জন্য জিনিসপত্র কিনবেন। মনে রাখবেন সবার আগে আপনার পরিবারের চাহিদা পূরন করবেন।

৩. কাস্টমসের প্যারা।

দুইটির বেশি মোবাইল নিতে গেলে অতিরিক্ত চার্জ দিতে হয়। প্রবাসে অনেকেই আছেন যারা স্বাভাবিকভাবেই ২ টি মোবাইল ব্যবহার করেন। তাই আলাদা চার্জ দিয়ে মোবাইল নিবো কি নিবোনা দ্বিধাদ্বন্দে ভোগেন প্রবাসীরা।

৪. টাকার সীমাবদ্ধতা।

পরিবারের চাওয়া অনেক কিন্তু টাকা পয়শার সীমাবদ্ধতা আছে। সীমিত টাকা দিয়ে প্রয়োজনীয় পণ্যগুলো আগে কিনুন।

প্রয়োজনীয় পণ্য :প্রবাস থেকে মা বাবার জন্য যা নিবেন।

আপনি যদি সৌদি আরবে থাকেন তাহলে আপনার মা বাবার জন্য জমজমের পানি, খেজুর নেওয়ার চেষ্টা করবেন।

জমজমের পানি।

জমজমের পানি

খেজুর।

প্রয়োজনীয় পণ্য

জায়নামাজ

এক কালারের জায়নামাজ

আতর

আতর

রুমাল

সৌদি রুমাল

প্রেশার মাপার মেশিন

প্রেশার মাপার মেশিন

ডায়াবেটিস চেক মেশিন

ডায়াবেটিস চেক মেশিন

টর্চ লাইট

টর্চ লাইট

ফলমূল

কিউই ফল

 

প্রবাসে থেকেই প্রিয়জনকে উন্নত মানের ও আরামদায়ক পাঞ্জাবী , জিন্সপ্যান্ট, টি শার্ট, পলো টি শার্ট উপহার দিন। Touch Attire আপনাকে দিচ্ছে সাশ্রয়ী মূল্যে গুনগত মানসম্পন্ন কাপড় কেনার নিশ্চয়তা।

 

দুবাই ও সৌদি আরব প্রবাসী ভাই বোনদের জন্য রয়েছে Noon থেকে কমদামে পণ্য কেনার সুযোগ। কুপন অফশানে লিখুন probashihelp আর পেয়ে যান পণ্যভেদে ১০%-২৫% পর্যন্ত ক্যাশব্যাক।

Noon promo code

প্রবাস থেকে স্ত্রীর জন্য যা নিবেন।

সাবান

Lux Soap

শ্যাম্পু

Dove Shampoo

কন্ডিশনার

হেয়ার কন্ডিশনার

টাওয়েল

বড় টাওয়েল

বডি লোশন

বডি লোশন

ফেস ক্রিম

ফেসওয়াশ

হাত ঘড়ি

লেডিস ওয়াচ

মেকাপ বক্স

Makeup box for girls

সানগ্লাস

লেডিস সানগ্লাস

হেয়ার ড্রায়ার

হেয়ার ড্রায়ার

হেয়ার অয়েল

হেয়ার অয়েল

আয়রন মেশিন

ড্রাই আয়রন

 

 

প্রবাস থেকে সন্তানের জন্য যা নিবেন।

চকলেট

চকলেট

বয়স অনুযায়ী খেলনা

 

প্রবাস থেকে নবজাতক সন্তানের জন্য যা নিবেন।

হেড প্রোটেক্টর

হেড প্রোটেকটর

বেবি গিফট সেট

বেবি গিফট সেট

প্রবাস থেকে ভাইদের জন্য যা নিবেন।

ট্রিমার

হেয়ার ট্রিমার

হাত ঘড়ি

জেন্টস ওয়াচ

সানগ্লাস

জামা কাপড়

 

প্রবাস থেকে বোনদের জন্য যা নিবেন।

হাত ঘড়ি

সান গ্লাস

 

প্রবাস থেকে প্রতিবেশীদের জন্য যা নিবেন।

চকলেট

টর্চ লাইট

জামা কাপড়

সাবান

শ্যাম্পু

 

প্রবাস থেকে আত্নীয়দের জন্য যা নিবেন।

চকলেট

সাবান

শ্যাম্পু

 

 

Leave a Comment

error: Content is protected !!