প্রবাস থেকে দেশে যাওয়ার সময় প্রবাসীরা লাগেজ কার্টুন ভরে অনেক প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে যান। এই পোস্টের মুল উদ্দেশ্য আপনাকে পরামর্শ দেওয়া যে আপনি এই প্রোডাক্ট নিতে পারেন। সম্পর্ক, বয়সের উপর ভিত্তি করে আপনাকে গাইড করা হয়েছে কোন প্রোডাক্ট নিলে আপনি যাকে দিবেন তিনি উপকৃত হবেন।
প্রবাসীদেরকে মালামাল নিয়ে যাওয়ার সময় অনেক ঝামেলা পোহাতে হয়।
১. সবার মন রক্ষা করে কেনাকাটা।
প্রবাসীকে সবার মন রক্ষা করে কেনাকাটা করতে হয়। মার জন্য বেশি কিনলে স্ত্রী নাখোশ, স্ত্রীর জন্য বেশি কিনলে বোন রাগ করে। প্রবাসী চেষ্টা করেন ব্যালেন্স করতে। কিন্তু যতই ব্যালেন্স করার চেষ্টা করুন সবাইকে হ্যাপি করা যায়না এটা চিরন্তন সত্য।
২. নির্দিষ্ট ওজনের বেশি নেওয়া যায়না।
আপনার কফিল বা কোম্পানি আপনাকে রিটার্ন টিকেট দিয়েছেন। যেখানে উল্লেখ করা আছে হাত ব্যাগ ও লাগেজসহ ৪০ কেজি নেওয়া যাবে। আপনি ইতিমধ্যে ৪৫ কেজির মত মালামাল কিনে ফেলেছেন। হয়তো আরো কিছু কেনাকাটার বাকী আছে। এমতাবস্থায় হয় এয়ারপোর্টে অতিরিক্ত চার্জ দিয়ে মালামাল নিয়ে যাবেন অথবা প্রবাসে মালামাল রেখে যাবেন। সবচেয়ে ভালো হয় আপনি কার জন্য কি নিয়ে যাবেন একটা লিস্ট করে নিবেন। সবার জন্য বেসিক কিছু জিনিসপত্র নেওয়ার চেষ্টা করবেন। লাগেজে জায়গা থাকলে প্রিয়জনদের জন্য জিনিসপত্র কিনবেন। মনে রাখবেন সবার আগে আপনার পরিবারের চাহিদা পূরন করবেন।
৩. কাস্টমসের প্যারা।
দুইটির বেশি মোবাইল নিতে গেলে অতিরিক্ত চার্জ দিতে হয়। প্রবাসে অনেকেই আছেন যারা স্বাভাবিকভাবেই ২ টি মোবাইল ব্যবহার করেন। তাই আলাদা চার্জ দিয়ে মোবাইল নিবো কি নিবোনা দ্বিধাদ্বন্দে ভোগেন প্রবাসীরা।
৪. টাকার সীমাবদ্ধতা।
পরিবারের চাওয়া অনেক কিন্তু টাকা পয়শার সীমাবদ্ধতা আছে। সীমিত টাকা দিয়ে প্রয়োজনীয় পণ্যগুলো আগে কিনুন।
প্রয়োজনীয় পণ্য :প্রবাস থেকে মা বাবার জন্য যা নিবেন।
আপনি যদি সৌদি আরবে থাকেন তাহলে আপনার মা বাবার জন্য জমজমের পানি, খেজুর নেওয়ার চেষ্টা করবেন।
জমজমের পানি।
খেজুর।
জায়নামাজ
আতর
রুমাল
প্রেশার মাপার মেশিন
ডায়াবেটিস চেক মেশিন
টর্চ লাইট
ফলমূল
প্রবাস থেকে স্ত্রীর জন্য যা নিবেন।
সাবান
শ্যাম্পু
কন্ডিশনার
টাওয়েল
বডি লোশন
ফেস ক্রিম
ফেসওয়াশ
হাত ঘড়ি
মেকাপ বক্স
সানগ্লাস
হেয়ার ড্রায়ার
হেয়ার অয়েল
আয়রন মেশিন
প্রবাস থেকে সন্তানের জন্য যা নিবেন।
চকলেট
বয়স অনুযায়ী খেলনা
প্রবাস থেকে নবজাতক সন্তানের জন্য যা নিবেন।
হেড প্রোটেক্টর
বেবি গিফট সেট
প্রবাস থেকে ভাইদের জন্য যা নিবেন।
ট্রিমার
হাত ঘড়ি
সানগ্লাস
জামা কাপড়
প্রবাস থেকে বোনদের জন্য যা নিবেন।
হাত ঘড়ি
সান গ্লাস
প্রবাস থেকে প্রতিবেশীদের জন্য যা নিবেন।
চকলেট
টর্চ লাইট
জামা কাপড়
সাবান
শ্যাম্পু
প্রবাস থেকে আত্নীয়দের জন্য যা নিবেন।
চকলেট
সাবান
শ্যাম্পু