ইদানিং ভুয়া বিমান টিকেট কাটার পর বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়। ফেরত আসার কয়েকটি কারন বিদ্যমান। বিমানের টিকেট এর দাম অত্যধিক বেশি হওয়ার কারনে কিছু প্রতারক টিকেট এজেন্সি কমদামে টিকেট বিক্রি করে থাকে। এই ধরনের টিকেট দিয়ে আপনি বিদেশ যেতে না পারলে টাকা ফেরত পাওয়া যায়না। তাদের রিটার্ন পলিসি নেই। চলুন জেনে নেই কেন ঢাকা বিমানবন্দর এই ধরনের কমদামি টিকেটের যাত্রীদেরকে বিদেশে যেতে দিচ্ছেনা।
১. একের অধিক ট্রানজিট।
টিকেটে এখন মাত্র একটি দেশে ট্রানজিট থাকলে বিমানবন্দর থেকে বোর্ডিং পাস দেওয়া হয়। যদি একাধিক দেশে ট্রানজিট দেওয়া থাকে তাহলে আপনাকে বিমানবন্দর থেকে আপনাকে বোর্ডিং পাস দেওয়া হবেনা। মনে করুন আপনি ঢাকা থেকে সৌদি আরবে যাবেন। আপনাকে ঢাকা টু ভারত টু কুয়েত টু সৌদি আরব টিকেট দেওয়া হলো তাহলে ঢাকা বিমানবন্দর থেকে বোর্ডিং পাস দেওয়া হবেনা।
২. ভিন্ন ভিন্ন এয়ারলাইন।
ভুয়া বিমান টিকেট যাত্রীকে একাধিক ভিন্ন ভিন্ন এয়ারলাইন্স এর টিকেট দিবে।মনে করুন আপনি ঢাকা থেকে সৌদি আরবে যাবেন। আপনার টিকেট একাধিক দেশে একাধিক এয়ারলাইন্সের মাধ্যমে ট্রানজিট এর মাধ্যমে দেওয়া হয়েছে। যেমন ঢাকা থেকে ভারত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভারত থেকে কুয়েত ইন্ডিগো এয়ারলাইন্স। কুয়েত থেকে সৌদি আরবে জাজিরা এয়ারলাইন্স। এক্ষেত্রে আপনার ট্রানজিট ২ টি দেশে তিনটি এয়ারলাইন্স এর মাধ্যমে হওয়ার কারনে আপনাকে ঢাকা বিমানবন্দর থেকে বোর্ডিং পাস দেওয়া হবেনা। আপনার ট্রানজিট যদি ১ টি দেশে হয় এবং একই এয়ারলাইন্স এর মাধ্যমে হয় তবেই আপনি বোর্ডিং পাস পাবেন।
৩.ট্রানজিট দেশের ভিসা না থাকা।
আপনার ট্রানজিট যদি ভারতে হয় তাহলে আপনাকে ভারতের ভিসা সংগ্রহ করতে হবে। অন্যথায় আপনাকে ঢাকা বিমানবন্দর থেকে বোর্ডিং পাস দেওয়া হবেনা।
বিমান টিকেট কাটার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত
১. স্বনামধন্য, পরিচিত, যাদের রিটার্ন পলিসি রয়েছে এমন টিকেট এজেন্সি থেকে বিমানের টিকেট কাটা উচিত।
২. একের অধিক ট্রানজিট যেন না হয়।
৩. একই এয়ারলাইন্স এর টিকেট যেন হয়।
৪. আপনি যে এজেন্সির মাধ্যমে বিদেশ যাবেন তাদেরকে টিকেটের ব্যাপারে সাহায্য করতে বলুন।
৫. আপনার যাত্রাপথ যদি দীর্ঘ সময়ের হয় তাহলে আপনার খাবারের প্রয়োজন হবে। কিছু কিছু এয়ারলাইন্স যাত্রীদেরকে খাবার এমনকি পানিও পরিবেশন করে না । টিকেট কাটার সময় এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে।

স্বনামধন্য কিছু এয়ারলাইন্স :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনার প্রিয়জনকে পাঞ্জাবি উপহার দিন কোন ধরনের ডেলিভারি চার্জ ছাড়া।
আপনার প্রবাস জীবন সুন্দর করতে প্রবাসী হেল্প ডট কমের সাথে থাকুন। আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।