সহজে হুরুব চেক করার পদ্ধতি

 নানাবিদ কারনে প্রবাসীদেরকে হুরুব চেক করতে হয়।সৌদি আরব প্রবাসী বাংলাদেশীদের নিকট হুরুব একটি আতংক। আবশের একাউন্ট ছাড়া  পাসপোর্ট নাম্বার দিয়ে হুরুব চেক করার পদ্ধতি অনেকেই জানেনা। নিচের নিয়ম অনুসরণ করে যেকোনো সৌদি আরব প্রবাসী পাসপোর্ট দিয়ে  হুরুব চেক করতে পারবেন।

আবশের ছাড়া শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে হুরুব চেক করার নিয়ম

হুরুব চেক করার জন্য আপনাকে নিচের যেকোন একটি তথ্য আপনাকে দিতে হবে।

ক. পাসপোর্ট নাম্বার।

খ. বর্ডার নম্বর।

গ. আকামা বা ইকামা নাম্বার।

হুরুব চেক করার জন্য এই লিংকে ক্লিক করুন।

আপনাকে নিচের পেইজের মত একটি পেইজে নিয়ে যাবে।
হুরুব চেক
হুরুব চেক

একটু স্ক্রল করে নিচে গেলে এই রকম একটি ফর্ম দেখবেন।

হুরুব চেক
হুরুব চেক
আপনি বর্ডার নম্বর বা আকামা নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার যেকোনো একটি লিখবেন। তারপর ন্যাশনালিটি অফশানে ক্লিক করলে অনেক দেশের নাম আসবে। বাংলাদেশ খুঁজে না পেলে আপনি যেকোন একটি দেশ সিলেক্ট করবেন। তারপর ভেরিফিকেশান কোড লিখবেন।তারপর নিচে ডানপাশে রিসার্চ নামক সবুজ বাটনে ক্লিক করবেন। আপনাকে নিচের পেইজের মত নতুন একটি পেইজে নিয়ে যাবে।
হুরুব চেক
হুরুব চেক
এখানে আপনি ও আপনার কোম্পানি সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে।
Worker No: এখানে আপনার পরিচিতি সূচক একটি নাম্বার দেওয়া আছে।
The name : এখানে আপনার নাম দেওয়া থাকবে।
Worker case : এই অংশটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে হুরুব চেক করা হয়। on the job লেখা থাকলে আপনি হুরুবপ্রাপ্ত নন। আর যদি absent লেখা থাকে তাহলে বুঝবেন আপনার কফিল আপনাকে হুরুব দিয়েছে।
The Facility Licences : এখানে আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির বিভিন্ন লাইসেন্সের মেয়াদ আছে কিনা সেটা চেক করতে পারবেন।
Facility Evaluation: কোম্পানিগুলো সরকারি নিয়ম কানুন কতটা অনুসরণ করে তার উপর ভিত্তি করে সরকারের পক্ষ থেকে কোম্পানিকে গ্রিন, ইয়োলো, রেড চিহ্নিত করা হয়। অর্থাৎ আপনার কোম্পানি রেড অবস্থায় আছে নাকি গ্রিন অবস্থায় আছে সেটা আপনি এখান থেকে জানতে পারবেন।
সৌদি আরব প্রবাসী যারা ফ্রি ভিসায় কাজ করেন তারা আকামা খরচ নিজেরাই বহন করেন। প্রবাসীগন সরাসরি আকামার টাকা অফিসে জমা দেননা। বাধ্য হয়ে কফিল বা দালালের নিকট আকামার টাকা জমা দেয়।

Leave a Comment

error: Content is protected !!