সৌদি আরবে অর্থ উপার্জনের এপ্স।

সৌদি আরবে অর্থ উপার্জনের এপ্স। কিছু কিছু অথেনটিক এপ্স আছে যেগুলা আপনাকে সত্যি সত্যি অর্থ প্রদান করবে। আপনাকে কোন ধরনের অর্থ প্রদান করতে হবেনা। শুধু আপনি প্রতিদিন মোবাইলে ১০-১৫ মিনিট সময় ব্যয় করবেন।

WeWard: এই এপ মূলত আপনার প্রতিদিনের হাঁটার কদম গননা করবে এবং আপনাকে সামান্য পরিমান অর্থ প্রদান করবে। আপনি প্রতিদিনের হাঁটার বিপরীতে কিছু পয়েন্ট পাবেন। এই পয়েন্ট দিয়ে আপনি সরাসরি ক্যাশ করতে পারবেন না তবে এই পয়েন্ট দিয়ে লটারি কিনে আইফোন, ল্যাপটপের মত গিফট পেতে পারেন অথবা অনলাইনে কেনাকাটা করতে পারবেন। মনে রাখবেন এই এপ আপনাকে ধনী করবেনা কিন্তু প্রতিদিন হাঁটার উৎসাহ যোগাবে।

এবার আসি এই এপ থেকে মাসে কত ইনকাম  করবেন। আপনি মাসে কত ইনকাম করবেন সেটা মাথায় না এনে ৩-৪ বছর পর কত ইনকাম করবেন সেটা পরিকল্পনা করে হাঁটুন। আশাকরি ২ বছরে ১০০০ রিয়ালের মত উপার্জন করতে পারবেন।

কিভাবে WeWard এপ কাজ করে

আপনি যখন আপনার দৈনন্দিন কাজ কর্ম করবেন মোবাইল পকেটে রাখা সম্ভব হলে পকেটে রেখে কাজ করবেন। তাহলে আপনার প্রতিটি স্টেপ বা কদম গননা করা হবে। রাত ১২ টার আগে আপনাকে আপনার প্রতিদিনের স্টেপ পয়েন্টে কনভার্ট করতে হবে।

weward

WeWard এপ এ পয়েন্ট কিভাবে বাড়ানো যায়

১. প্রতিদিনের স্টেপ প্রতিদিন কনভার্ট করে।

২. আপনি আপনার রেফারেল লিংক আপনার পরিচিত কাউকে সেন্ড করলে তিনি এই এপ চালু করলে আপনি পাবেন ৫০ পয়েন্ট। আমার রেফারেল কোড হচ্ছে  FirmLynx2142 কেউ এই এপ চালু করার সময় এই কোড লিখলে আমাকে দেওয়া হবে ৫০ পয়েন্ট আর যিনি চালু করবেন তাকে দেওয়া হবে ১৫০ পয়েন্ট। আপনি যদি কোন কোড ব্যবহার না করেন তাহলে আপনাকে শুধুমাত্র ৫০ পয়েন্ট বোনাস দেওয়া হবে।

৩. আপনার প্রতিদিনের টার্গেট পূরণ করলে।

৪. টানা ৭ দিন হাঁটলে আপনাকে বোনাস পয়েন্ট দেওয়া হবে। তাছাড়া বিভিন্ন লিগ আছে যেখানে অংশগ্রহণ করলে অতিরিক্ত বোনাস দেওয়া হয়।

৫. অনলাইন গেমস খেলে পয়েন্ট পাওয়া যায়।

সৌদি আরবে অর্থ উপার্জনের এপ্স

বিভিন্ন দিবস উপলক্ষে লটারির ব্যবস্থা করা হয়। আপনি পয়েন্ট দিয়ে লটারির টিকেট কিনতে পারবেন। ভাগ্য ভালো হলে পেতে পারেন আইফোন, ল্যাপটপ, বিভিন্ন দেশে টূর।

WeWard এপ ডাউনলোড করতে Google Play Store এ সার্চ বক্সে লিখুন WeWard তারপর ইন্সটল করুন। কান্ট্রি অফশানে সৌদি আরব সিলেক্ট করে দিবেন।

WeWard এপ ব্যবহার করতে কি কি লাগবে?

ক. ইমেইল আইডি।

খ. লোকেশান সৌদি আরব। ভিপিএন গ্রহনযোগ্য নয়।

নিয়মিত চোখ রাখুন প্রবাসী হেল্প ডট কমে। কেননা নিত্য নতুন এপ্স সম্পর্কে আপনাদেরকে আপডেট দেওয়া হবে।

পরবর্তী এপ্স SweatCoin. অপেক্ষায় থাকুন। শীগ্রই জানানো হবে।

 

 

 

Leave a Comment

error: Content is protected !!