আবশির ছাড়া ইকামা চেক

আবশির ছাড়া ইকামা চেক করার পদ্ধতি আলোচনা করা হলো। যাদের আবশির একাউন্ট নেই তারা নিচের নিয়ম ফলো করে আবশির ছাড়া ইকামার বা আকামার মেয়াদ চেক করতে পারবেন। আরবি ইকামা শব্দের বাংলা অর্থ বসত অনুমতি। বাংলাদেশীদের কাছে যা আকামা নামে বহুল পরিচিত। নানাবিধ কারনে সৌদি আরব প্রবাসীদের জন্য আকামার  মেয়াদ বা ইকামার মেয়াদ চেক করা অনেক গুরুত্বপূর্ণ। সৌদি আরবে বসবাসরত ব্যক্তিগন অনলাইনে ইকামার মেয়াদ চেক করতে পারবেন। অন্য দেশ থেকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে প্রবেশ করা যায়না। তাই ইকামার মেয়াদ চেক করতে হলে সৌদি আরবে অবস্থান করে চেক করতে হবে।

আবশির ছাড়া ইকামা চেক

আবশির ছাড়া ইকামার মেয়াদ চেক করতে হলে আপনার ২ টি তথ্য দিতে হবে।

ক. ইকামা নম্বর।

খ. জন্ম তারিখ।

সৌদি আরবে নতুন এসেছেন বা যে কোন কারনে আবশির একাউন্ট খোলা হয়নি তারা

এই লিংকে ক্লিক করে ইকামা চেক করতে পারবেন।

এই লিংকে প্রবেশ করলে নিম্নের মত একটি ইন্টারপেজ দেখতে পারবেন।

 

আবশির ছাড়া ইকামার মেয়াদ চেক
আবশির ছাড়া ইকামার মেয়াদ চেক

 

চেক বক্সে ক্লিক করে সবুজ অংশে লেখা I acknowledge and I undertake এ ক্লিক করলে আপনাকে অন্য একটি পেইজে নিয়ে যাবে।

Identification Number এ আপনার আকামার নম্বর লিখবেন।

আবশির ছাড়া ইকামার মেয়াদ চেক
আবশির ছাড়া ইকামার মেয়াদ চেক
Date of birth এ ক্লিক করলে  নিচের ছবির মত অফশান আসবে।
আবশির ছাড়া ইকামার মেয়াদ চেক
আবশির ছাড়া ইকামার মেয়াদ চেক
তারপর Hijri (হিজরি)  অপশানে ক্লিক করলে নিচের ছবির মত অফশান আসবে।
আবশির ছাড়া ইকামার মেয়াদ চেক
আবশির ছাড়া ইকামার মেয়াদ চেক

তবে এখন My Bithday লেখাও আসতে পারে। হিজরি অফশান চেঞ্জ করে ad অফশান ক্লিক করতে হবে। ad এর ডানপাশে ২০২৪ সালে ক্লিক করলে অনেকগুলো সাল থেকে আপনার জন্মসাল বের করে ক্লিক করবেন। তেমনি তার ডানে আপনার জন্মমাস বের করে নিবেন। তারপর ক্যালেন্ডারের পাতার মত অফশান থেকে আপনার জন্ম তারিখে ক্লিক করবেন।

আবশির ছাড়া ইকামার মেয়াদ চেক
আবশির ছাড়া ইকামার মেয়াদ চেক

Varification Code এ উপরের সংখ্যাগুলো লিখবেন। বলে রাখা ভালো এই ধরনের সংখ্যাকে ক্যাপচা বলে। তারপর the next এ ক্লিক করলে নতুন একটি পেইজে ইকামার মেয়াদসহ আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য দেখাবে।

সৌদি আরব প্রবাসী যারা ফ্রি ভিসায় কাজ করেন তারা ইকামা খরচ নিজেরাই বহন করেন। প্রবাসীগন সরাসরি ইকামার টাকা অফিসে জমা দেননা। বাধ্য হয়ে কফিল বা দালালের নিকট ইকামার টাকা জমা দেয়। আপনার দেয়া ইকামার টাকা জমা হয়েছে চেক করুন।
প্রবাসী হেল্প ডট কমের সাথে থাকুন। আপনার যেকোন প্রশ্ন কমেন্ট সেকশানে করুন।

Leave a Comment

error: Content is protected !!