ইকামার টাকা জমা হয়েছে কিনা চেক করার নিয়ম

আপনার আকামা বা ইকামার টাকা কফিল বা দালাল মক্তব আল আমেলে জমা দিয়েছে কিনা সেটা আপনি নিশ্চিত নন। সন্দেহ দূর করার জন্য আকামার  টাকা জমা চেক করা দরকার। 

সৌদি আরব প্রবাসীদের জন্য আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া একটা যন্ত্রনার নাম। আকামার মেয়াদ শেষ হয়ে গেলে অতি দ্রুত আকামার মেয়াদ বৃদ্ধি করা জরুরী। আকামার মেয়াদ শেষ হয়ে গেলে পুলিশ আপনাকে চেক করলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। যারা ফ্রি ভিসায় কাজ করেন তারা কফিলের কাছে আকামার মেয়াদ বৃদ্ধি করার জন্য টাকা জমা দেয়। আর যারা কোম্পানিতে চাকরি করে তাদের আকামার সকল দায় দায়িত্ব কোম্পানি বহন করবে। যারা নতুন সৌদি আরবে এসেছেন তারা হয়তো দালাল মারফত আকামার জন্য টাকা জমা দেন। এখন আপনার টাকা কফিল বা দালাল মক্তব আল আমেলে জমা দিয়েছে কিনা সেটা আপনি নিশ্চিত নন। সন্দেহ দূর করার জন্য আকামার  টাকা জমা হয়েছে কিনা এটা জানা দরকার।

ইকামা নাম্বার বা বর্ডার নাম্বার দিয়ে ইকামার টাকা জমা চেক

আকামা নাম্বার বা বর্ডার নাম্বার দিয়ে আকামার টাকা জমা চেক করতে হলে আপনার নিচের যেকোন একটি নাম্বার জানা থাকতে হবে।

ক. যারা পুরাতন তাদের জন্য আকামা নাম্বার।

খ.  যারা নতুন তাদের জন্য বর্ডার নাম্বার।

ইকামার টাকা জমা হয়েছে কিনা চেক করতে এই খানে ক্লিক করুন।ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ দেখতে পাবেন।

ইকামার টাকা জমা চেক
ইকামার টাকা জমা চেক

একটু স্ক্রল করলে নিচে Service Type  এ Recruiting Service দেখতে পাবেন।Recruiting Service এ ক্লিক করলে ৫ টি অফশান দেখতে পারবেন।

ইকামার টাকা জমা চেক
ইকামার টাকা জমা চেক

তারমধ্যে work’s permissions service এ ক্লিক করলে নিচের ছবির মত পেইজ দেখবেন।

ইকামার টাকা জমা চেক
ইকামার টাকা জমা চেক

The residence / Border number of the worker এর নিচে ফাঁকা জায়গায় হয় আপনার আকামা নাম্বার অথবা বর্ডার নাম্বার  যেকোন একটি লিখবেন।

Payment Number এই ঘর আপাতত খালি রাখবেন। যদি ক্লিয়ার করে বলি আপনার আকামার টাকা জমা হলে আপনি একটি পেমেন্ট নাম্বার পাবেন। সাধারণভাবে বললে একটি রিসিট নাম্বার।

Verification Code এই ঘরে উপরে লেখা ৬ টি সংখ্যা লিখবেন।

তারপর  রিসার্চ (Research) লেখা সবুজ বাটনে ক্লিক করবেন।

কয়েক সেকেন্ড পরে নিচে স্ক্রল করবেন।

নিচের ছবির মত দেখবেন।

ইকামার টাকা জমা চেক
ইকামার টাকা জমা চেক

একটি পেমেন্ট নাম্বার আছে। এটি যত্নসহকারে লিখে রাখবেন। এই পেমেন্ট নাম্বার কাজে লাগতে পারে। তার নিচে Reimbursement status দেওয়া আছে। যদি payment is made লেখা থাকে তাহলে বুঝবেন আপনার আকামার টাকা জমা হয়েছে।

আবশির ছাড়া ইকামার মেয়াদ চেক করতে এইখানে ক্লিক করুন।

Leave a Comment

error: Content is protected !!