হজ্বের খরচ বেড়ে যাওয়ায় কয়েক বছর থেকে বেড়েছে ওমরাহ ভিসা প্রার্থীর সংখ্যা। প্রতি মাসে বাংলাদেশ থেকে কাবা শরিফ তাওয়াফ করতে যান ২৫-৩০ হাজার মুসুল্লি। রমজান মাসে এই সংখ্যা বেড়ে হয় দুই তিন গুন। কিন্তু হঠাৎ করে চলতি মাসের ৬ তারিখ থেকে আগে কোন ঘোষণা না দিয়ে নতুন করে ভিসা স্থগিত করে বাংলাদেশে অবস্থিত সৌদি আরব দূতাবাস।
কেন বাংলাদেশীদের জন্য ওমরাহ্ ভিসা কমিয়ে দিয়েছে সৌদি আরব?
বাংলাদেশসহ ১৪ টি দেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে সৌদি আরব।
চলতি বছরের মার্চ মাস থেকে ভিসা প্রত্যাশীদের জন্য কোটা পদ্ধতি চালু করেছে সৌদি আরব। প্রতি ১০০ টি আবেদনের প্রেক্ষিতে ১০ টিরও কম বাংলাদেশীকে বর্তমানে ওমরাহ ভিসা দিচ্ছে ঢাকায় অবস্থিত সৌদি আরব দূতাবাস। হাবের নির্বাহী কমিটির সাবেক সদস্য মো : নাজিম উদ্দীন বলেছেন ওমরাহ এর ক্ষেত্রে কোটা চালু করা হয়েছে। বর্তমানে ১০% ভিসা পাওয়া যাচ্ছে।
মূলত রমজানে ভিড় কমানোর জন্য এবং সামনে হজ্ব এই দুইটি বিষয় মাথায় রেখে ভিসা ইস্যুর সং্খা কমানো হয়েছে। যদিও এই বিষয়ে সৌদি আরব থেকে কোন সার্কুলার দেওয়া হয়নি।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনার প্রিয়জনকে পাঞ্জাবি উপহার দিন কোন ধরনের ডেলিভারি চার্জ ছাড়া।
যারা এই বছর উমরাহ এর ভিসা পাচ্ছেনা তাদের করণীয় কি?
মূলত হজ্বকে সামনে রেখে ভিড় এড়ানোর জন্য সৌদি আরব সরকার ভিসা নীতি ঘোষণা করেছে।আশা করা যায় হজ্বের পরে আগামী হিজরি নতুন বছরে ভিসা ইস্যু স্বাভাবিক হবে।
যারা ওমরাহ এর জন্য টাকা জমা দিয়েছেন তারা কি করবেন?
বিমান টিকেটের উচ্চ মূল্য হওয়ার কারনে এজেন্সি যাত্রীদের পক্ষ হয়ে অগ্রীম টিকেট কেটে রাখে। এখন যেহেতু উমরাহর ভিসা পাওয়া যাচ্ছেনা তাই প্রশ্ন আসে টিকেটের টাকা ফেরত পাওয়া যাবে কিনা। এজেন্সিগুলো বলে আসছে এয়ারলাইন্সগুলো টিকেটের টাকা রিফান্ড করতে গড়িমসি করছে।সরকারি হস্তক্ষেপ ছাড়া টিকেটের মূল্য ফেরত পাওয়া সম্ভব হবে না।
বিপাকে এজেন্সি,বিপাকে হজ্ব যাত্রী:
ভিসা না পাওয়ার কারনে এজেন্সিগুলো আসন্ন হজ্বের জন্য হোটেল ভাড়া করতে যেতে পারছেনা সৌদি আরব। আবার হোটেল বা বাড়ি ভাড়া ছাড়া হজ্বের ভিসা পাওয়া যাচ্ছেনা। সব মিলিয়ে বিপাকে এজেন্সি, বিপাকে হজ্ব যাত্রী।
২০২৫ সালে হজ্ব পালনে নতুন নির্দেশনা :
সৌদি আরবের হজ ও ধর্ম মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী ২০২৫ সালে ১৫ বছরের কম বয়সীরা হজ্বে যেতে পারবেনা। শিশুদের সুস্থতা ও নিরাপত্তার কথা বিবেচনা করে হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করা হয়েছে।